Freelance Jobs

Monday, June 21, 2021

যারা বলে আল্লাহ ভরসা ভাইরাস কি করবে তাদের জন্য কয়েকটা হাদিস

 





যেদিন নবিজী সাঃ আবু বাকার রাঃকে সাথে নিয়ে মক্কা ত্যাগ করেন, যে ঊষালগ্নে, সেদিন তাঁরা দুজনে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। পেছন থেকে শত্রু যখন একেবারে নাকের ডগায় চলে এলো, একেবারে গুহার মুখে, তখন ক্ষণিকের জন্য ভয় পেয়ে যান আবু বকর রাঃ। তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ সঃ! এই বুঝি তারা আমাদের দেখে ফেললো’। তখন নবিজী সাঃ প্রতিউত্তরে যা বলেছিলেন, তা কুরআনে স্থান পেয়ে গেছে। তিনি বলেছিলেন, ‘হতাশ হয়োনা। নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন’।


#নবিজী সঃ'র ওপর ঘনিয়ে এসেছিলো এক ঘোরতর বিপদ। মক্কার মুশরিকেরা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করছিলো। তখন, আল্লাহর নির্দেশে নবিজী সঃ এই বিপদ এড়াতে মক্কা ছেড়ে মদীনা অভিমুখে রওনা করেন। দেখুন, বিপদ থেকে বাঁচার জন্য নবিজী সাঃ এর কি কোন তাওয়াক্কুল ছিলোনা? তিঁনি কি ভেবেছেন, ‘আরে! আল্লাহ বাঁচালে আমাকে মক্কাতেই বাঁচাবেন। মারলে মক্কাতেই মারবেন। আমি মক্কা ছাড়বো কেনো?




আর, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালাও কি তাঁকে দিয়ে এমনটা করিয়েছেন? না। তিঁনি বরং নবিজী সঃ'কে মক্কা ছেড়ে চলে যেতে বললেন। নবিজী সঃ'র তো তাকওয়ার কোন ঘাটতি ছিলোনা। তাওয়াক্কুলের কোন কমতি ছিলোনা। এমন ধারণা করাই পাপ হবে। তাহলে কেনো তাঁকে সেদিন মক্কা ছাড়তে হলো? অবশ্যই সতর্কতার অংশ হিশেবে। শত্রুর চোখ এড়াতে কেনো তাঁকে গুহার মধ্যে আশ্রয় নিতে হলো? আল্লাহ তো চাইলে তাঁকে এমনিই বাঁচিয়ে দিতে পারতেন। এটাও সতর্কতা। আর, এই সতর্কতা কখনোই তাওয়াক্কুল পরিপন্থী নয়।


#মুসা আঃ এর কথাই ধরুন। পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবহর, আর সামনে কূল-কিনারাহীন লোহিত সাগর। এমতাবস্থায় ঘাবড়ে গেলো মূসা আঃ এর সঙ্গীরা। ভাবলো, ‘এই বুঝি তারা আমাদের ধরে ফেললো’। তখন মুসা আঃ শোনালেন অভয় বাণী। বললেন, ‘আল্লাহ সাথে আছেন’।


এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা মুসা আঃকে কি করতে বললেন? তিঁনি মুসা আলাইহিস সালামকে বললেন তার লাঠি দিয়ে পানিতে আঘাত করতে। মুসা আঃ তা-ই করলেন, আর সাথে সাথে সমুদ্র দুভাগ হয়ে, তাতে তৈরি হয়ে গেলো একটি শুষ্ক রাস্তা। আচ্ছা, কেনোই বা মুসা আঃকে লাঠি দিয়ে পানিতে আঘাত করতে হলো? আল্লাহ কি চাইলে এমনিতেই রাস্তা তৈরি করে দিতে পারেন না? কিন্তু না, আল্লাহ চান বান্দা যেন তার চেষ্টাটুকু করে। বাকিটা আল্লাহর হাতে।




#নূহ আঃএর কথা স্মরণ করুন। যখন তাঁর জাতি একেবারে অবাধ্য, উচ্ছৃঙ্খল হয়ে উঠলো, যখন তাদের ওপর আল্লাহর আযাব অত্যাসন্ন হয়ে আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা নূহ আঃকে বললেন একটা নৌকা তৈরি করে নিতে। তাঁর জাতির ওপরে যে ভয়ঙ্কর বন্যা আপতিত হবে, তা থেকে বাঁচার জন্যে তারা যেন সেই নৌকায় উঠে পড়ে।


খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা কি চাইলে নূহ আঃকে নৌকা বানানো ব্যতীতই সেই বন্যার হাত থেকে বাঁচাতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু, তিনি কেনো তাহলে নুহ আঃকে নৌকা তৈরির আদেশ করেছিলেন? ওই যে, আল্লাহ চান বান্দা যেন তার নিজের চেষ্টাটুকু করে। সে যদি আন্তরিক হয়ে নিজের কাজটুকু করে ফেলে, সেটাকে সম্পূর্ণতা আল্লাহ দিয়ে দেন।


#মারঈয়াম আঃ এর কথা স্মরণ করা যায় এখানে। ঈসা আঃকে গর্ভে ধারণ করার পরে যখন তার প্রসববেদনা শুরু হয়, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা তাঁকে একটা খেঁজুর গাছের ডাল ধরে নাড়া দিতে বলেছিলো। ডাল ধরে নাড়া দিলে খেঁজুর ঝরে পড়বে এবং ওই খেঁজুর তিনি খেতে পারবেন।


দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা হুকুম করলে গাছ থেকে খেঁজুর কি এমনিই ঝরে পড়তো না মারঈইয়াম আঃ এর জন্য? অবশ্যই পড়তো। কিন্তু তিঁনি তা না করে, মারঈয়াম আঃকে ওই অবস্থায়, যখন তিঁনি প্রসববেদনায় কাতর, তখন বললেন গাছের ডাল ধরে নাড়া দিতে। কেনো বলেছিলেন? আগেই বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা চান বান্দা যেন তার নিজের দায়িত্বটুকু, নিজের চেষ্টাটুকু করে, আর বাকিটা আল্লাহর ওপর সোপর্দ করে দেয়।


##আজকে, আমাদের সামনে এসেছে এক ভয়াবহ দুঃসময়। আমরা অবলোকন করছি একটি ভয়ঙ্কর মহামারী কাল। এই দুঃসময় কাটাতে হলে, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি, আশা করা যায়, ইন শা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা এই বিপদ থেকে উত্তরণের পথ আমাদের জন্য সহজ করে দেবেন।


‘'এতো সতর্ক হয়ে কি হবে? আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন। আর মরণ থাকলে তো মরতে হবেই'’- এই জাতীয় কথাবার্তা যারা বলছেন, তাদের প্রতি অনুরোধ নবিজী সাঃ এর ঘটনাটা আরেকবার পড়ার জন্যে। তাঁকে হত্যার চক্রান্ত হচ্ছে জানতে পেরে তিঁনি মক্কা ত্যাগ করেছেন। শত্রুর চোখ এড়াতে তিঁনি গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন।


বিপদের মুখে তিঁনি, ‘আরে, আল্লাহ বাঁচিয়ে দেবে’ বলে গা ছাড়া ভাব দেখাননি। বরং, বিপদ এড়াতে নিজের যেটুক করা দরকার, তার সবটুকু করেছেন। সাথে রেখেছেন আল্লাহর ওপর অগাধ তাওয়াক্কুল। এটাই তো নববী পদ্ধতি। তাহলে, আমরা কিভাবে এতো উদাসীন হচ্ছি? এতো অসতর্ক থাকছি? ভাবুন তো, এটা কি সত্যিই তাওয়াক্কুলের অংশ কিনা? ঈমানের জজবা কিনা?


মুসা আঃ নিজের চেষ্টা করেননি? নূহ আঃ নিজের চেষ্টা করেননি? মারঈয়াম আঃ প্রসববেদনা নিয়ে নিজের চেষ্টা বাদ রেখেছিলেন? না। তাহলে, কোন ঈমানের বলে, কোন তাওয়াক্কুলের বলে আমরা এমন গা ছাড়া ভাব দেখাচ্ছি আর বলছি- ‘আরে, আমার কিচ্ছু হবেনা?’


নবিজীসঃ'র একটা হাদিস থেকে আমরা জেনেছি, মহামারীতে কোন ঈমানদার ব্যক্তি মারা গেলে তিনি শহিদের মর্যাদা পাবেন। নিঃসন্দেহে খুব ভালো মর্যাদা। কিন্তু, এই হাদিস টেনে যারা বলছেন, '‘আরে, মরলে তো শহিদ হবো। তাহলে এতো ভয় কিসের? শহিদ হওয়ার সাধ নেই মনে?’'


সত্যি? মহামারীতে মরলে শহিদ হবেন- এজন্যে আপনি মহামারীকে পাত্তা দিতে চাইছেন না? শহিদ হওয়ার জন্যে? তাহলে, নবিজী সাঃ যে বলেছেন, মহামারী আক্রান্ত এলাকায় বাইরে থেকে যেন কেউ না ঢুকে, ভিতরের কেউ যেন বাইরে না যায়’- এই হাদিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শহিদ হওয়া এতো সহজ হলে তো তিনি উৎসাহ দিতেন বেশি করে মহামারী এলাকায় ঢুকার জন্যে। আর, সেদিন যে ওমর রাঃ এতোগুলো সাহাবিদের নিয়ে মহামারী আক্রান্ত এলাকায় না ঢুকে চলে এসেছিলেন, তাহলে তারা কি শহিদ হয়ে যাওয়ার সুযোগটা হারিয়েছেন? লুফে নেননি? আসলে, আপনি কি শহিদ হতে চাচ্ছেন না আত্মহত্যা করতে চাচ্ছেন, তা আরেকবার ভেবে দেখবেন কি?


হাদিস থেকে জানা যায়, আগুনে পুড়ে মরলেও শহিদ, আর পানিতে ডুবে মরলেও শহিদ। এমনকি, পেটের রোগে অসুস্থ হয়ে মারা গেলেও শহিদের মর্যাদা পাওয়া যাবে। তো, ভাইজানেরা, আপনার বাসায় আগুন লাগলে শহিদ হওয়ার জন্য আপনি কি বাসার মধ্যে বসে থাকবেন? আপনার লঞ্চ ডুবতে থাকলে আপনি কি সাঁতরাবেন না? নিজ থেকেই পানিতে গা এলিয়ে দেবেন? কিংবা, পেটের অসুখে ধরলে ডাক্তারের কাছেও যাবেন না?


ওই যে, যা বলছিলাম, এই মহামারী থেকে বাঁচতে আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, ‘তিনি ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন না করে’। আপনি আর আমি যদি চেষ্টাই না করি, ভাগ্যটা পরিবর্তন হবে কি করে? আমাদের চেষ্টাটুকু তো করতে হবে, এরপর অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্যে। চেষ্টা করার পরেও এই মহামারীতে যদি আমাদের মৃত্যু হয়, তখন আমরা শহিদের মর্যাদা লাভ করবো ইন শা আল্লাহ। কিন্তু বিনা চেষ্টায় যদি শহিদ হওয়ার জন্যে হাত-পা ছেড়ে বসে থাকি, তা আত্মহত্যা ছাড়া আর কিছুই হবেনা।


তাহলে, চেষ্টা কিভাবে করবো?


বিশেষজ্ঞরা আমাদের যা জানাচ্ছেন তা-ই করতে হবে। যতোটা সম্ভব একা একা থাকতে হবে। বেশি মানুষ একত্র হয়, এমন স্থানে কোনোভাবেই যাওয়া যাবেনা। সম্ভব হলে, ঘরে বন্দী হয়ে যেতে হবে। পরিবারের সবাইকে নিয়ে। বাইরে বেরুতে হলে, অবশ্যই মাস্ক, প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিদেশ থেকে এসেছে, এমন কারো সংস্পর্শে যাওয়া যাবেনা।


বেশি বেশি হাত ধুতে হবে। হাত না ধুয়ে নাক-মুখ-চোখ স্পর্শ করা যাবেনা কোনোভাবেই। পুষ্টিকর খাবার-দাবার খেতে হবে যাতে শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে। একটা পরিবার সতর্ক থাকা মানে একটা পরিবার নিরাপদ থাকা। এভাবে, ব্যক্তিগতভাবে যদি আমরা সতর্ক হই, কতোগুলো পরিবার নিরাপদ হতে পারি, তা কি ভেবেছেন?


আপনার উদ্যোগগুলোকে ছোট ভাববেন না। এই সময়ে, আপনার এই উদ্যোগ দিনশেষে বিশাল প্রতিফল হয়ে ফিরে আসবে, ইন শা আল্লাহ। তাওবা-ইস্তিগফারে বেশি বেশি সময় দিবেন। মোনাজাতে সবার জন্য দুয়া করবেন। মনে রাখবেন, আপনি অন্যের নিরাপত্তা চেয়ে যখন দুয়া করেন, ফেরেশতারা তখন ওই একই দুয়া আপনার জন্যে করে। এই বিপদ হোক আমাদের জন্য আল্লাহর দিকে ফিরে আসার এক অনন্য সুযোগ।

Tuesday, May 18, 2021

Sundarbans Cuttack beach

 



Cuttack Sea in the southeast corner of the Sundarbans Cuttack is located about 90 km from Mongla port and is the main center of the Sundarbans East Sanctuary.

 Kotka Sea Beach is one of the most interesting places in the Sundarbans


 One of the main attractions of the Sundarbans is the Royal Bengal Tiger. Apart from this, Katka Sanctuary has always occupied a special place in the list of tourist favorites due to the presence of beautiful Chitra deer herds, different species of birds, calm nature and various wild animals.



 One of the main attractions of the Sundarbans is the Royal Bengal Tiger. But seeing tigers in the forest is as risky as it is heavy. However, tiger sightings and safe havens are both possible from the Katka Sanctuary, an excellent tourist destination in the Sundarbans.


 It is surrounded by numerous small and big canals. Traveling by boat in these canals is very fun. Chitral deer can be seen grazing on the banks of the canal. Besides, monkeys, otters and forest roosters can be seen. Sometimes the roar of the tiger can be heard.

 At the back of the Katka Forest Department's office, straight northwest, a tangled canal on the north side of the tail can be seen at low tide.



 The Forest Department has a rest house in Cuttack. There is a wooden jetty here to get up from the launch at the rest house. The rest house is a short walk from the jetty. In front of it you can see the huge waves of the deep water of the sea. In the dark night, the light fair of millions of fireflies fascinates and fascinates. If you walk for a while in the south of the forest, you will see three tiger hills in a row. Tiger footprints are often seen on this hill.

 Seen somewhere, the roots of a tree washed away by the waves of the tide. The beach goes straight east and ends at Kachikhali. Jamtala beach is not an ideal place for bathing.



 The Katkar Jamtala Watch Tower attracts tourists with its spectacular views of wildlife, deer herds, pigs running around, monkeys manipulating, tiger deer hunting or tiger walking in a royal manner. Jamtala beach is about three kilometers straight north after leaving the Cuttack Watch Tower. Along the way you can find the success of the name of the beach of different sizes of jam trees. Jamtala beach is secluded and clean. Crab artifacts can only be seen on the beach.




 Cost

 The daily fee for every domestic tourist in the Katka Sanctuary area is Rs. 150, students for Rs. 30 and foreign tourists for Rs. 1500. Outside the sanctuary, domestic tourists - 60 rupees and foreign tourists - 1000 rupees, students - 20 rupees, researchers - 40 rupees. In Karamjal, domestic tourists pay 20 rupees and foreign tourists 300 rupees.


 Helicopter / sea plane - one time 30 thousand rupees, renewal fee 10 thousand rupees. Launch above 100 feet 15 thousand rupees, renewal fee four thousand rupees, launch 50 feet to 100 feet one time 10 thousand rupees, renewal fee three thousand rupees. Below 50 feet seven and a half thousand rupees and renewal fee two and a half thousand rupees, trawler three thousand rupees and renewal - 1500 rupees. Speedboat five thousand rupees and two thousand rupees. Jaliboat (tourist boat) two thousand rupees and one thousand rupees. In addition to the fixed travel fee of the forest department, daily guide fee is Tk 500, launch crew fee is Tk 80, security guard fee is Tk 300, telecommunication fee is Tk 200, video camera fee is Tk 200 for domestic tourists and Tk 300 for foreign tourists.



 On the occasion of Ras Purnima in the Sundarbans, the fee for pilgrims for three days is Tk 50 per person, unregistered trawler Tk 600, registered trawler Tk 200 and trawler location fee Tk 200 per day.


 Way to go to Cuttack

 Launch is the main and only way to travel to Cuttack. And this launch is anchored with tourists in Katka canal. From Gabtali and Sayedabad bus terminals in the capital Dhaka, Khulna, Bagerhat-bound bus or Kamalapur train will have to come to Khulna first.


 You can reach Bagerhat by direct bus from Dhaka. Buses plying from Dhaka to Bagerhat include Meghna Paribahan (017161737553), Paryatak Paribahan (0171113106).


 You will get launch from Rupsa from Khulna or Mongla port of Bagerhat. Besides, boats to the Sundarbans are available from Mongla, Morelganj and Sharankhola in Bagerhat.


 Where to stay

 Apart from tourist vessels, the Sundarbans Sanctuary also has accommodation at the Forest Department's Rest House at Hiranpoint's Nilkamal and Tiger Point's Kachikhali and Katka. The fee for domestic tourists in Nilkamal is three thousand rupees per room, four rooms 12 thousand rupees. Kachikhali three thousand rupees per room, four rooms 10 thousand rupees. Katka two thousand rupees per room, two rooms four thousand rupees. In case of foreigners, five thousand and 20 thousand rupees in Nilkamal, five thousand and 15 thousand rupees in Kachikhali and five thousand and 10 thousand rupees in Katka.


 Apart from the Sundarbans, there are standard hotels in Satkhira town and NGO Sushilan's rest house and dormitory in Munshiganj in Shyamnagar with single, family and group facilities.


 There are tourist corporation hotels in Mongla for staying, there are general hotels in Pashur port for tourists. Apart from quality hotels like Hotel Royal, Castle Salam, Hotel Tiger Garden, Hotel West Inn, Hotel City Inn, Hotel Millennium, etc., there are standard hotels in Khulna metropolis.



Saturday, May 15, 2021

Let Palestine be independent, let Israel be destroyed

 



There is nothing to be said about Palestine that speaks in the pictures. No heartfelt person has a healthy heart when he sees the pictures. I condemn the barbaric attack that bleeds in the heart, so I say, let the Palestinian independent Israel be destroyed.






























Wednesday, May 12, 2021

Diamond Point is a very travel destination




Diamond Point

 Hiron Point is a protected sanctuary located on the banks of the Pramatta Kunga River in the Khulna Range in the southern part of the Sundarbans, the largest mangrove forest in the world. Nilkamal is another name for one of the UNESCO World Heritage Diamonds.



 Deer, monkeys, guisaps, crocodiles and other animals can be seen walking on the beautiful wooden road at Hiran Point. There is also a watch tower at Keorasuthi, just 3 km from Hiran Point. From the Watch Tower, you can enjoy the natural beauty of the Sundarbans, including Hiran Point.


 Being a sanctuary, Hiran Point has easily become a safe haven for wildlife, reptiles and birds, including monkeys, deer and tigers. As a result, one of the attractions of the Sundarbans is the sightings of animals like Royal Bengal Tiger, Chitra Deer, Large Egret, Kandha Khoncha, Dhyani Buck etc.



 Where to stay 

 There are Tourism Corporation hotels to stay in Mongla and you will find standard residential hotels in the animal port. Besides, there are opportunities to spend the night in different quality hotels located in Satkhira and Khulna city.



 Accommodation is available at Kachikhali at Tiger Point in Sundarbans, Nilkamal at Hiran Point and Forest Department Rest House at Katka. If you want to stay in Nilkamal, it will cost Rs 3,000 per room for domestic tourists and Rs 5,000 for foreigners. Kachikhali will cost 3000 rupees per room and foreigners will need 5000 rupees. It will cost Rs 2,000 per room in Cuttack and Rs 5,000 per room for foreigners.

 How to go
 At present more than a hundred companies are engaged in tourism business in the Sundarbans. You can easily visit the Sundarbans with a good tour management company. Various buses ply from Gabtoli and Sayedabad bus terminals in Dhaka to Bagerhat. Meghna Paribahan (01718-36553) and Paryatak Paribahan (01711-13106) buses leave from Sayedabad bus terminal. Sakura Paribahan (01711-010450) and Sohag Paribahan (01716-79302) buses leave from Gabtoli bus terminal. If you want you can come to Khulna by train from Kamalapur. You will get a launch from Khulna to Rupsa or from Mongla port in Bagerhat to Sundarbans Hiran Point. Apart from this, various boat fares to the Sundarbans are also available from Morelganj and Sharankhola in Bagerhat.

Tuesday, May 11, 2021

Mongla Port or Mongla Port

 




Mongla port


 Mongla Port or Mongla Port


 The distance from Khulna to Mongla port is 48 kilometers.  The port is located about 100 km north of the Bay of Bengal.  The port of Mongla is connected to other inland river ports and the railway terminal at Khulna.



 It is located at the junction of Pashur and Mongla rivers in Selabunia mouza of Rampal upazila of Bagerhat district of Khulna division.  Established on 1 December 1950, Mongla Port is the second largest seaport in Bangladesh.


 The port has eleven jetties, seven sheds and eight warehouses for loading and unloading goods.  There are also twelve anchors floating deep in the river.  Mongla Port Authority has built a rest house at Hiran Point in the Sundarbans with sailors in mind.



 The port of Mongla is open 24 hours a day for unloading cargo, with a maximum capacity of 225 meters.  Every year about 400 ships anchor and export about 3 million metric tons of goods at Mongla port.


 Initially, the port of Mongla was built 18 km upstream of the Pashur River from Chalna, then on 11 December 1950, when the port was opened for foreign ships, the port was shifted to its present location in Mongla in 1954, considering the greater convenience of anchoring ships.  Although the port of Mongla is connected to almost all the ports of the world, most of the ships come from Asia, the Middle East, Australia, Europe and North America.



 Where to stay


 The town of Mongla is on the other side of the Pashur River, but there are overnight residential hotels on both banks.  There is a hotel of Bangladesh Tourism Corporation next to Pashur Mongla bus stand.



 You can also stay overnight in Bagerhat.  There are government guesthouses and various hotels in Bagerhat Sadar.  In addition to Mumtaz and Hotel Avi, you can spend the night at Hotel Al Amin and Hotel Mohana adjacent to the central bus station for Rs 400 to Rs 1,000.



 Food facilities


 You can dine at several standard hotels in Mongla, as well as at the bus stand in Bagerhat or at hotels near the Dargah.  But be sure to know about the quality and price of food.




Monday, May 10, 2021

Trip to Mongla Port Dublarchar

 



Dublar Char


 Dublar Char is best known to Hindus for its holy baths, rasmelas and deer. In the middle of the river Kunga and the dead animal, this isolated Dublar Char has awakened.

 Dublar Char is a small beautiful island located south of the Bangladesh part of the Sundarbans, southeast of Hiran Point and southwest of Katkar.



 Fishermen can enter Dublar Char only with permission to collect fish from the headquarters of the Eastern Division at Bagerhat in the Sundarbans.


 All the families of Dublar Char are fishermen so it can be called a fishing village. In addition to fishing, the work of making shuntki is done here. During the monsoon season, fishermen from Chittagong, Cox's Bazar, Bagerhat, Pirojpur, Satkhira and Khulna set up temporary settlements in Dublar Char. The dried fruits from Dublar Char are stored and sold in the wholesale market of Asadganj in Chittagong.



 Every year in the month of Kartik (November) a three-day Rasmeela of Hindus is held at Dublar Char. Domestic and foreign tourists flock to see this nearly 100-year-old Rasmeela. If you want to see the Rashmela of this isolated Dublar Char, plan ahead. This experience will be remembered by you forever.


 Usually the trawler or tourist vessel that is hired to go to Dublar Char has the facility of staying and eating at night and everything else.


 How to get there:

 Large trawlers, launches, or speed boats can be taken from Mongla Ghat to Dublar Char